প্রেমিক~~

আমি শুদ্ধ প্রেমিক হতে চেয়েছি।সময় ও বাস্তবতা  আমার প্রেমকে ভূগর্ভে সমাধি দিয়েছে।প্রেমকে শিখিয়েছে কঠিন লড়াইয়ে আবেগ সংবেদনশীল রক্ষিত।প্রেম লৌকিকতার কিন্তু শুদ্ধ প্রেমিক হতে বুকের পাঠা আবশ্যিক।আমি সে থেকে জীবের মাঝেই প্রেম খুঁজি প্রেমিক মন খুঁজি কিন্তু যা খুঁজি সব ধোঁয়াশা। শুদ্ধ প্রেম আমায় শিখিয়েছে জীব দিতে জানে প্রভুর দাসত্ব, রক্ষার্থে শিখিয়েছে প্রভুর সিংহাসন।আদ‍্যপন্ত প্রেমিক হওয়ার বাসনা আমায় নিস্তব্ধ করেছে।শুদ্ধ প্রেমিক মন আমায় শিখিয়েছে শিকড়ে জল দিতে পাতাতে নয়।সে হতে শুদ্ধ প্রেমিক মন আমায় চিরতরে  ইস্তফা দিয়েছে! বসুন্ধরা সুন্দর বৈচিত্র্যে মানুষ বড় আজবময়।প্রেম আমায় প্রেম দিয়েছে নৈপুণ্যে আমি শুদ্ধ প্রেমিক হতে পারি নি।

®D
02.05.2023.