পরিণীতা~~
আমার যৌবন উন্মুখ উন্মেদনায় তুমি যে মোহিত হয়েছিলে
সে ছিল এক নাতিদীর্ঘ ইতিহাস
পদ্যে ছিল দেবদাস পারুর অনন্ত ভালোবাসা।
তুমি বুঝে ওঠতে পারনি
সেদিন মাঘীপূর্ণিমাও ঢাকা ছিল
অন্তিম যাত্রায় আমি যন্ত্রণায় কাতরাচ্ছি!
মধুর স্মৃতির মধ্যে স্মৃতিরোমন্থনে শরীরের লোমকূপ ও অস্থির যৌবন আমায় তাড়াচ্ছিল
অনিচ্ছাকৃত আমায় স্বেচ্ছামৃত মেনে নিতে হচ্ছে
আমি অর্ধমৃত!
মৃত্যুযাত্রীর দোরগোড়ায় আমি পিপাসার্ত
দীর্ঘ জীবন আমায় সুখের পরিবর্তে দুঃখের পিয়ানোর সুর দিল
আমার যৌবনের অদম্য ইচ্ছে মুষড়িয়ে ভাঙ্গা আয়নার মুখোমুখি করলো
আমি দাঁড়িয়ে রয়েছি হেমলক হাতে নিয়ে
অর্ধমৃত আমি নিজের মারণ রোগে
র্নিঘুম আমি কবিতার পরিণীতা।
☆☆
®D
15.03.2023.