প্রার্থনা ~~
হে প্রভু তোমারে স্মরি বিমল জ্ঞানে
অন্ধবিশ্বাস,ঝুট ভাবনা দিওনা মনে,
যা কিছু ভাবি তাহা তোমারি ওগো
বিপদে নহে শুধু ডাকি যেন বারেবারে।
সুখের সারথী হয়ো ওগো তুমি
ধৈর্য্য দিও দুর্গম ডিঙ্গিবারে,
যা প্রলয় গ্রাসে তা যেন হয় মঙ্গল
অশনি দেখিতে ঈঙ্গিত দিও সহসা শিরে।
ক্লেশ যত ডাকি তত দিও সে মতি
ছলনায় ভুলি না যেন তোমার অরূপ মূরতি
আকুতি দিও ওগো প্রভু নিষ্কাম কর্মে
যাতনা দিও শুধু তোমা ডাকিবারে।
☆☆রিনা দাস
21.05.2022.