অভাগার দেশে ----

গোটা একটা দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে একধাপ এগিয়ে চলছে
কোথাও ভ্রু'কোটি নেই
গোটা বিশ্ব তাকিয়ে
অভাগার দেশে সুশীল সমাজ মৌন মিছিলে পা চালিয়ে নেবার শক্তিটুকু নেই
যে যা পারছে ছোবল মারছে  দুর্বলেরে গলায় দিচ্ছে ফাঁসি!
মিথ্যে অপবাদ মিথ্যেয় দাঁড়িয়ে
যে যা করে অন্যায় ঢাকিয়া উপহাসে
কথাগুলো দিনরাতে বর্তমানে হচ্ছে বাসি।
এ যে অভাগার দেশ কুৎসার নীতি
আর্দশ শুধু ধর্মের তফাতে
সুশিক্ষা গেছে খুইয়ে
হানাহানি রক্তপাত এখন
হাতিয়ার হয়েছে অন্ধ নীতি।
এ যে অভাগার দেশ।।
এ যে শোষক তন্ত্র
নেই সুশাসন নেই সুরক্ষা
বললেই হচ্ছে সাধারণও দেশদ্রোহী ।

রি--------
০৬.০১.২০২৪.