অস্ফুট কথন
যে কথাখানি বলিতে চাই
তাহা বলা হয়নি আগে
অস্ফুট কথন,স্মিতহাসি
অপলক চাহনিতে হৃদয়ে দাগ লাগে।
নিষ্পাপ প্রাণ,ফুটন্ত কলি
আবেগী ক্রন্দন,আধোআধো
বুলি
সদ্যজাত শিশুর জাগরণে
অন্তর কেঁপে ওঠে।।
বিছানাে পাপড়ির কলির সম
ছড়ানো হস্ত,পদ
নখাঘাত আঁচড় যেন
ক্ষত সম বিঁধে।।
নিদ্রিত শিশু,সুপ্ত প্রাণ
কুসুম সম ত্বক
আলতো পরশে হৃদয়ের
গভীরে শিহরিত জাগে।।
বিনিদ্র রজনী,জোৎস্নাশোভিত চন্দ্রিমা
ললাটে সুর্মা,ধবল অঙ্গ
হরিণীর মত আঁখিযুগল
মায়াবীনির বেশে ডাকে।।