আমি তো হেঁটেছি পথ একা ধুলোয় মিশে
তুমি ভয় পেয়েছো শাসকের রাজপথে--
তুমি চেয়েছো কন্ঠ রোধ করতে
নির্বাক হয়নি মোটেও নিয়েছি মাথাপেতে।

স্তব্ধ করেছো এক স্বর লক্ষ উঠেছে গর্জন
তুমি আজ নিজেই শিকলের বেড়ি বেঁধে --

রি--------
০১.১২.২০২৪.