নিরালায়
নিদ্রাহীন রাত নিরন্ন মুখ
ভাসে স্মৃতির দু'চোখে
বাস্তবপট চিত্র মনোরথ
বিষন্নে হাহাকার প্রহর মেপে।।
অচল জীবন স্মৃতি মন্থন
ফ্যাকাশে রবির হাসিমুখে
নিরালায় মন অশ্রু বিসর্জন
মৃতপ্রায় তবুও প্রত্যাশায় রেখে।।
ললাট লিখন ভঙ্গন দশা
দ্বন্দ্ব খোঁজে নিশি রাতে
আপন কর্ম সহাস্যে রন্ধ্রে
ফের যদি স্বপ্নে আসে।।
লুপ্ত স্বপন নব রবি
প্রকাশ্যে নব উদ্যম প্রাতে
লয়ে মন নব জীবন
ফের কৌশলে স্মৃতি আঁকে।।
শ্বেত থালা শ্বেত দস্তখতে
চল আগামী ঊষার তরে
বিষন্ন রাত,স্মৃতি অমলিন
গেঁথে অমর গ্রন্থি রচে।।