মৃত্যু সত‍্য~~

আজকাল মৃত্যুর গন্ধে আমি হারিয়ে যাই
হারিয়ে যাই অমোঘ সত‍্যে
স্বর্ণলতার মতো বিস্তৃিণ স্বপ্নে হারিয়ে যাই!
"ভোর হল দোর খোলর মত "মৃত্যু যেন আমাকে আলিঙ্গন করে
প্রথম প্রহরে বলে মৃত্যুের মত ধ্রুব সত‍্য পৃথিবীতে চিরাচরিত  নেই
বাকি যা আছে অলিক সত‍্য বটে।
বাল‍্যসুলভ ভাবনা আমাকে তাড়া করে
এই বুঝি দূত এলো
অভিনয়ের মঞ্চ ছেড়ে প্রস্থান করতে হবে
মৃত্যুর মত প্রকৃত সত‍্য নেই।
"যা কিছু দেবার আছে,
যা কিছু নেবার আছে,
যা কিছু প্রাপ‍্য আছে,
যা কিছু অর্জিত হয়েছে,
মৃত্যু সত‍্য সত্যি বটে স্থবির নহে অক্ষত ক্রিয়া রহে অমর মহামানবেই থাকে  --এই দুনিয়ায় ঘটে যুগ যুগ স্বর্ণাক্ষরে থাকে ধ্রুব সত‍্য মৃত্যু বটে!"
তবুও মৃত্যুতে শেষ নয়।
®D
04.04.2023.