মৃতকথা ---
জমা কথা থাক জমে
কাটুক ভালো আগামীতে।
আপোষ থাকুক চাওয়া-পাওয়ায় দ্বন্দ্ব যত মনে
আহ্লাদে থাকুক বিষাদ ভেঙ্গে গড়ুক প্রাচীর নেমে।
দিনের শেষে সন্ধ্যা নামে ক্লান্তির অবশেষে
শয্যা থাকুক শান্তির পরশ শত ঝঞ্ঝা পেরিয়ে।
থাক না ক্ষোভ অন্তরেতে অভিমান জমাক দিনে
দৃঢ় হোক আশার আলো বেদনা যত ভুলে
কথার কালি থাকুক বন্দি যত মৃতকথা
ঘটিবাসনে না হোক ঠোকাঠুকির যাপন যত ব্যাকুলতা।
রি--------++
১১.০৯.২০২৪.