মৃত অভিধান -----

মৃতপ্রায় সম্পর্কগুলো আজো বেঁচে থাকে অবহেলায়
নিঃশব্দ করে মনের টুকরো খন্ড চাওয়ায়
নৈবেদ্যের সম্ভার দেখে লিপ্সার তেজও মৃত হয়ে ওঠে
শিকড় খোঁজে অন্তঃসত্ত্বায়!
জন্ম ই যেখানে আজন্ম পাপকে লালায়িত করে
দন্ডিকাটে জন্মলগ্নের সূত্রে
খুচরো সিকি খোঁজে গঠনের জন্য
কর্মচক্রের ওপর নির্ভর করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে
কালচক্রে অবহেলা প্রবঞ্চনা নিত্য দাস  হয়ে ওঠে
ভাগ্য সুপ্রসন্ন দেবের ওপর ছেড়ে দেয়
মৃত হয়ে ওঠে অভিধানে!

রি--------
২৬.০১.২০২৫.