উল্কার স্রোতে তনুযান্ত্রিক প্রত্যুষ থেকে রাত্রী
আঁখির নীড়ে স্বপ্ন আঁকে স্মৃতিতে তা ফ্রেমবন্দি;;
ছুটে চলে মায়াবীতটে....
ছুটে চলে বিভীষিকাময়
ওই সুদূরে কল্লোলতটিনী বয়
ছুটে চলে আঁখি দুটি ;;
পথ তবুও বাকি ফের
শ্রান্তিতে নামে না নিবৃত্তি!!
উধাও বেগে অশ্ব বল্গাবিহীন ছুটে মরীচিকার পিছু
পথ ভ্রমে বাধা ডিঙ্গিয়ে চলে তবুও মরুভূ নৈঋতে
আকাশ সীমানায় নীলাভ ভেলায় মৃদু সমীরণ বায়
দূরে দূরে আকাশ নীচে তৃষ্ণার্তুরে বক্ষপিঞ্জরে বিঁধেয়।।
জাগিয়াছে মরুতৃষ্ণা
ভাসিয়াছে দোদুল প্রাণ
দূরে দূরে অনতি দূরে
মরীচিকায় আশায় ফের প্রাণ।।
কোন সীমানায় বংশী বাজে
কোন সীমানায় মাঝি বায় সম্পান
কে যেন ডাকিছে পিছু পিছু
হতাশায় জাগায় জয়ের তান।।
ধূসর মরুর তপ্তে রোদ্দুর
হাসপাসে ফিঙ্গে তনুবর
কে যেন বেখেয়ালি পানে ফিরে
নিমেষে উস্থলিত গন্তব্যস্থল!!
তবু ফিরে ক্লান্ত ক্লিষ্টে
বালুর পাহাড়ে ওঠে ঝড়
পথের বাঁকে নিরুদ্দেশে
দিগভ্রান্ত স্থবির!!
মরুভূমিতে তপ্তে গলিত ঘামান
গরলে নামে অশ্রুধারা
তবুও পিছু ছুটে
মরীচিকায় ফেরে তনুবর!!