ম নে   রে খো~~

অপরাগ রেখো মনের মনিকোটায়
স্মৃতি রেখো হৃদয়ের দোরখুলে!
তবুও মনে রেখো যুগ পেরিয়ে
যত হোক বসন্ত কিংবা গোধূলি লগনে।

নিঃশব্দে স্মৃতি রেখো অর্ন্তলীনে
বিয়োগ রেখো না ধূসর বিলোপনে!
একাত্ম রেখো আজীবন ভরে
যতটুকুন পার রেখো বন্ধনে।

ঋণী হবো আমি আজন্মের মতন
তবুও ভালোবাসায় সিক্ত রেখো!
☆☆®
28.11.2022.