মাতৃত্ব~~

অসাধ‍্য সাধন সাবলীলায় করে যে
সে আসলে মাতৃত্বের বন্ধনে!

ক্লিষ্ট, দূরহ পাহাড় ডিঙ্গায় একা
সে এক বীরঙ্গনা বেশে!

ধৈর্য্য এক সহনীয় অভ‍্যেসে
সব ঋতুর ফরমায়েশে;

দশভুজায় চতুরা দিগবিজয়ী
থামে না প্রতিবন্ধকতার প্লাবনে!!
~~☆☆
®D
08.04.2023.