মাতৃভূমি ----
মাতৃভূমি আমার মা স্বদেশ আমার প্রিয়
যেজন করে অপমান তার বিচার স্রষ্টার দরবারে
হে স্রষ্টা রক্ষা করো দানবের হাত থেকে।
অজ্ঞ তারা নরক পিচাশ
তারা জানে না জানে না
স্রষ্টা নয় অন্ধ বিচারের দরবারে।
উন্মাদ তারা মগজাস্ত্রে ভীরু
তারা জানে না নিয়তির পরিহাসে
ক্ষমা নয় কর্মের বিচারে।
তুচ্ছ তারা করছে যত
বেহিসেব নয় নিয়মের বাইরে
শেষ হিসেবে ধর্ম নয় কারুর পরিচালনে।
রি--------
৩০.১১.২০২৪.