কথা ~~

কথা মধু কথা হৃদ‍্যতা
কথা প্রথমত  বুলি

কথা রীতি কথা বন্ধুর
কথা রুষ্টে গালি।

কথা প্রকাশ কথা গীতি
কথায় কথা কলি

কথা ছন্দ কথা পদ‍্য
কথা ভ্রষ্টে বলি।

কথা ভাষা কথা  প্রেম
কথা কথাতে থলি

কথা শ্রুতি কথা ধৈর্য্য
কথা কথাতে বন্দি।

☆☆®D
10.05.2023.