কথা------

যারা ছিল অতি আপন আজ তারাই হয়েছে পর
গোপন ব্যাথা তারাই দেয় স্বার্থ দায়ী কর!
কৌতুহলে যারা ছিল আপন তারাই তাদের দলে
হিংসুকুটে তারাই উপহাসে অনাদায়ী যত কথা ছলে।।

বিপদে দেখে তারাই আজ ভেংচি কাটে কথায়
যত মুখ নয় তত বড় কথা বলে বেনামি দায়!
সহজ যত জটিল কথায় নিগঢ়ে সন্ধি কাটে
পড়ে থাকে বোকার বাক্সে অপরের নিরেট প্রলাপে।

কথা যে বন্দুকের গুলি সম সে বোধটুকু নেই
রক্তক্ষরণ কথায় ঘাতক ব্যাধি আপনকে করে পর!

রি--------
০৩.০৭.২০২৪.