ক্ষত~~
যে ক্ষতে দিচ্ছ নুনের ছিটে
সে তো দোষের নয়!
তুমি ও একদিন যুঝবে দাস
এ পৃথিবী ঋণী কারুর নয়।
ছিটেফোটা অকপট সত্যে
আজ যেমন তুমি বিচলিত!
দুনিয়ার মার ধ্রুব সত্য
এটুকুন অন্তরে রেখ।
সম্পদ,যৌবন ঠুনকো পৃথিবীতে
সত্য চিরন্তন বাণী হয়।
অতীত,ভবিতব্য বর্তমানে স্হায়ী
আমার আমিত্বে অভিনয়।
৮.০৬.২০২৩..