খেলাঘর --১----
যতদূর চোখ যায় শুধু ধূধূ মরুভূমি
কোথাও সিক্ততা নেই অভিমান থাকে দামী
হতাশায় গ্লানি ভুল চুকে যায় সময়ে
ব্যবধানটুকু চিরকুটে রয় বিধাতার লিখনে!
ডুবে ও ভাসে খেয়ালীতে একজীবনে--
মিলের অন্ত্যমিল খোঁজে জীবনের মানে
শূন্যতা ঘিরে অকালবোধনে যত তত
উত্তরণে সংলাপ খোঁজে নিখুঁতের মানে।
হারিয়ে যায় সোনালী অতীত যতখানি
কোথাও প্রশান্তি নেই 'পূর্ণতীর্থ' এ কথা জানে!
রি--------
২৮.০৩.২০২৫.