শব্দের মায়াজালে সময় ব্যস্ততর
অধরা শব্দ কুন্ডলিকা পাকে
দাগে শুধু অন্তর।।
শ্রুতিমধুর চয়নিত শব্দে
আসে শুধু বাহবার ধ্বনি
ভ্রম নয় সাফল্যের মাল্যখানি।
গুনগুন শত কাজে
কবিতার চরণ ধ্বনি
লিখি পটে পাণ্ডুলিপিতে অধরা বুলি।।
জটিল শব্দে শব্দ চয়নিতে
আসে শুধু হতাশা
কেউ যুঝে কেউ এড়িয়ে আসে নিরাশা।।
অকপটে লিখি তাই
ভন্ডুল কবিতার চরণ
পঠিত না হয়ে পাঠকের দরবারে।।
সময়ের খেলাঘরে শব্দরা ফাঁকা
অধরা ভবিতব্য একদিন
হয়তো দেবে দেখা।।
শব্দচয়নে প্রত্যাশা রাখি
সে যে দেবে ধরা
জটিল-কুটিল জাজ্বল্যমানে অবশেষে রেখা।।
অভিমান শেষ প্রাতে জটিল দিনমণি
না হয় শব্দ আসুক
কবিতার ছন্দে রূপদানি।।