কেন এমন হয়?-----
কেন এমন হয়?
খুব কাছে পেতে ইচ্ছে করে
কারণ ছাড়া বুকের পাঁজরে চিন চিন করে ওঠে
খুব দেখতে ইচ্ছে করে।
খুউব খুউব আদর পেতে ইচ্ছে করে
রাত জেগে জেগে অপেক্ষা করতে ইচ্ছে করে
কল্পনাতে বাস্তবে পেতে ইচ্ছে করে
খুশির আনন্দকে ভাগ করে নিতে ইচ্ছে করে
খুব খুব ছুটতে ইচ্ছে করে একসাথে
কেন এমন হয়?
কারণ ছাড়াই মনে পড়ে
মলাটে শার্টে ঘাম গন্ধ শুঁকে নিতে ইচ্ছে করে
পুরোনো খামে বাক্স বন্দি চিঠি পড়তে পড়তে অভ্যেসের বশে অতীতকে বর্তমানের স্মৃতি আঁকড়ে ধরতে ইচ্ছে করে
কেন এমন হয়?
খুউব খুউব কথা বলতে ইচ্ছে করে
অকারণে অভিমান পুষে রাখতে ইচ্ছে করে
দেখার জন্য একটু শান্তি খোঁজে
কেন এমন হয়?
উদাসী বাউল হয়ে গাইতে ইচ্ছে করে
না বলা কথাগুলোকে জমিয়ে রেখে প্রেমের উপাখ্যান লিখতে ইচ্ছে করে
কেন এমন হয়?
-----বলতে পারো
সুপ্ত প্রেম মনের গহীনে বাসা বাঁধে।
রি--------
২৪.১২.২০২৪.