কান্ডারী তিনি ((আধ্যাত্মিক))


ভেবে দেখ মন কেউ কারো নয়
              অন্তিম যাত্রার কালে,
দামি গাড়ি দামি গাড়ি যাহা
                সকলি পরিয়া রবে।
পূর্ণ যা করবে তাহা সঙ্গে যাবে
               বাকি সব হাহাকারে,
অন্তিমকালে হরিবলে ক্রন্দন কলরোলে
                    সম্বল তাহা হবে।।
সময় থাকতে ডাকো রে মনে
                  তাহার গুণকীর্তনে,
ফাঁকি দিলে পরবি আপন বিপাকে
                 গভীর সমুদ্র জলে।
আজ যা সুতোর বাঁধন ঘেরা
                    তারা পরে রবে,
কেউ দেবেনা সঙ্গ তোমায়
       উল্টো দোষের ভারে!!
ক্ষণিকের তরে খেলা ভবমাঝারে
              তাহা শূন্য রবে,
অভিনেতা স্বরূপ যবনিকা শেষে
      সবি অচৈতন্য ফিরে।।
শরণাগত হও সদ্গুরুর গুনাশ্রয়
           কর্ম করো তার,
অন্তিম যাত্রায় কান্ডারী হবেন তিনি
                নির্ভর করে তারে।।