কাগজের নৌকা ------

আমি কল্পনায় জল আল্পনা আঁকি
তুলিতে আঁকি জীবনের রঙ।

আমি ঘুরে বেড়াই আসমুদ্র হিমাচল
আমি ঘুরে চলি অবিচল।

আমি রোজ র্নিঘুম রাত কাটাই
বুনি ফ্রেমে জীবনে হারিয়ে যাওয়া রঙ।

আমি মনের ক্যানভাসে কল্পনায় আঁকি
বাস্তবে খুঁজি লুকানো মরিচিকার প্রেম।

আমি হারিয়ে যাই তন্দ্রায় মোহাচ্ছন্ন হয়ে
আবেগে ভাসাই আমার অতীত বাল্যজীবন।

রি--------
৩১.০৩.২০২৫.