কবিতার পংক্তিমালা
বসি ভাবিনু অঙ্গন শোভিত উজ্জ্বল
অমল কুসুমে সুরভিত বানানীতে,
ধরা অঞ্চল! মন ধায় সজ্জিত বনে
মনোহারী হেরিনু চিত্ত শয়নে স্বপ্নে!!
কি অপূর্ব লাজে দৃশ্যে সরসতা পূর্ণ্যে;
নিশীথে লভিনু তৃষ্ণা পিয়াসে নয়নে!!
উন্মুক্ত মন ধায় পবনের সুশীতলে
নিরাশা টুটে তবু দানে আশার বাণী!!!
কবিতার পংক্তিমালা বুনি ভাবাবেগে
ছন্দে রূপ দানি সংমিশ্রণে অলংকারে,
সৌন্দর্য্যে মধুরতা তৃপ্তিতে শ্রবণে!!!
উদাস পবনে চিত্ত দিনু খুলে খুলে
বিমোহিত লভিনু প্রকৃতি শোভা দৃশ্য
প্রেমাবেগে উচ্ছ্বাস লুটে অঙ্গ হেরিয়ে!!!