কে আমি?
মিশ্র কলাবৃত্তে


          কে আমি?
           অস্তিত্ব খুঁজি;
      শেকড়ের টানে বাঁচি
ভ্রম নয় বাস্তব সারগর্ভ রচি
অস্থিমজ্জায় উৎপন্ন লোহিতে স্থিতিরুপি।।
শিরা থেকে উপশিরায় রক্ত বহনে এ ধমনী,
    স্নায়ুতন্ত্র গঠনে এ পেশীর;
         পঞ্চভূতের এ শরীর
          তবুও তারে খুঁজি
              আমি কে?

রচনা কাল ১৪.০৭.২০২১
প্রথম চেষ্টা মিশ্র কলিবৃত্তে যদি কোথাও কমতি থাকে কোন বিজ্ঞজন বললে খুব ভালো লাগবে।।