যুগের হাওয়া
গদ্য কবিতা



যুগ যতই আধুনিক হোক
কেউ যদি নিজের মনকে আধুনিকীকরণ না করে তো যুগের কি বা আসে যায়,
মন যদি কুৎসিত দিকে ধাবিত হয়
মন যদি অন্ধ কুসংস্কারে নিমজ্জিত হয়
মন যদি সেই আর্বাচীনেই রয়
অন্ধ প্রথা রীতি অনুসরণ করে
কার বা সাধ্যি থাকে নতুন কিছু সৃষ্টির,
কথায় কথায় যদি সেই যুগের আদি-অন্তেই ব্যস্ত থাকে
তবে আর যাই হোক
নতুন কিছুর আশা করা বৃথা
যুগ চলে নিয়মের ধারায়
যুগ চলে বিধির বিধানে
যুগ চলে সৃষ্ট নিয়মে
কিছু ধর্মের নামে দোহাই দিয়ে অন্ধ পথে গা ভেসে চলে।।
কেউ বিবেক বিকৃত
কেউ প্রথাকে ঢাল করে পুঁজি বাদে বিশ্বাসী
সত্যি কি কোন ধর্মে মানবতার জয় নেই!
সত্য কি?
আর যাই হোক বিবেক মৌন রেখে লাভ নেই
সত্য কে আপনা থেকে যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে
তবেই জাগ্রত হবে মানবতার
তবেই কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারে সমাজ তথা দেশ
কিংবা সর্বোপরি পরিবারের।।
আর চাই নে অন্ধ বিশ্বাস
আর চাই নে গোড়ায় গলদ
শুধু চাই প্রত্যেকের মাঝে শুভ বুদ্ধির উদয় হোক।।