জন্মদিনের প্রার্থনা
আজ মম জন্মদিনে শ্বেত চন্দনে চর্চিতা হোক
শুভক্ষণে মৃত্যু ভাবনায় অন্তরে থাক নিত্য লোক,
যাহা ভাবি পুরাতন বাসনা তাহা আবার নতূন হোক
শুদ্ধ বসনে শুদ্ধ আধারে পিছু মায়া বিয়োগে যোগ।।
ক্ষনিকে যাহা ভ্রমের মতি নবাঙ্কুরে নতুন আসনে যোগ
উদয়শিখরে জ্যোতির ধারা যুগে যুগে অক্ষয় থাক,
আজ প্রত্যাশায় নব ঊষায় জীবনে রাঙিয়ে ধ্রুবলোক
অপূর্ণ্য থেকে পূর্ণ্য রচুক শ্রদ্ধার্ঘ্যে ব্রহ্মলোক।।
আজ মম ঋণী আদি দর্শনে বসুন্ধরা অতি সুশোভিত
আমৃত্যু পর্যন্ত দেবতার আসনে ভূমিষ্ঠ যারা মাম রচিল,,
মম প্রণতি জ্ঞাপন তাহাদের পাদপদ্মে শ্রদ্ধার্ঘ্য লহ
তব আদর্শ পথের পাথেয় মম জীবনের আলোক হোক।।