জন্মদিন~~
এমনিভাবে জন্মদিন আসে সম্ভারে আন্তরিক
এক বৈশাখে রাঙ্গিয়ে যায় কুঞ্জবীথি শ্যামলী!
রুক্ষও কেমন বৈশাখে!নতুন কলি
এমনিভাবে প্রদীপ শিখায় আগুন জ্বেলে কল্যাণে।
পরশ পাথরে ছোয়ায় কেমন শীতলতায় প্রেয়সী
উচ্চশির নত যত বৈশাখের অভিধানে !
এমনিভাবে সরলতায় মুগ্ধ বিশ্ব অমলিন
ঝরুক শ্রাবণ! বৈশাখ আসে বারবার অফুরন্ত।।
মাপকাঠিতে নেই অন্ত তোমার প্রজ্ঞা সমীচীন
বৈশাখ জানে শ্রাবণ একলা ভীষণ ভিনভাষী!
09.05.2023
২৫শে বৈশাখ ১৩২৯
রি.দাস।