যদি-----
যদি ভুল করি
খুঁত ধরো না তাতে
যদি রেগে যাই
ক্ষোভ রেখো না বুকে।
যদি ভুলে যাই
অভিমান রেখো না চেপে
যদি শঙ্কিত থাকি
অভয় দিও একটুকুনও সাথে।
যদি ভেঙ্গে পড়ি
হাতটি ধরো সহাস্যে
যদি চিড় ধরে
রুখে দিও দূরত্ব থেকে।
যদি তিক্ততা আসে
মৌন থেকো আড়ালে থেকে
যদি কদাপি মতিভ্রম ঘটে
মুসাফির হয়ে এসো জীবনপটে।
রি--------
০৫.০৭.২০২৪.