জীবনের স্তবক -----

ভালো কিছু করবো বলেই বেঁচে থাকা
যদি তাও না হয়---
ভেব জীবন বড় নিরর্থক।

ভালো কিছু দেখবো বলেই এ পৃথিবীতে আসা
যদি তাও না হয়---
ভেব জীবন মানেই তরঙ্গে ঝড়।

ভালো কিছু লাগাতেই ভালো'বাসা হয়
যদি তাও না হয়---
ভেব পছন্দ মানেই ভিন্নার্থক।

ভালো কিছু মানেই শান্তির দূত
যদি তাও না হয়---
ভেব প্রত্যাশা মানেই পূরণ নয়।

ভালো কিছু খাবো বলেই বেঁচে থাকা
যদি তাও না হয়---
ভেব জীবন মানেই পাঁচবেলা খাবার নয়।

ভালো কিছু শুনতে মন অধীর অপেক্ষায়
যদি তাও না হয়---
ভেব মন্দের মাঝেই জীবন অর্থবহক।

রি--------
১৬.০১.২০২৫.