জীবনের রঙ্গমঞ্চ -----

একটা ছোট্ট জীবন যাপনের
তাই কত্তো সাধনা
কাঠখড় পোড়াতে পোড়াতে
বাকি অর্ধেক জীবন বৃথা।

প্রাপ্তির চেয়ে প্রত্যাশা বড়
সীমানায় যত যন্ত্রণা
পিছনে বাঁধা সরল যাপনে
অভিজ্ঞতা বড়ই তিক্ততা!

সমীকরণ যেখানে জলে তেলে
অসম ঘনিষ্ঠ বেড়ে ওঠা
বজ্র কঠিন দূরত্বে ফাটল
কটুক্তি মিথ্যে দায়বদ্ধতা!

যাপিত জীবন বড়ই দুর্বিষহ
সময়ে যত কু-ভাবনা
সত্য কঠিন মুখোশের আড়ালে
পার্থক্য মানায়ে ভুলে যাওয়া টা।

রি--------
২৬.০২.২০২৫.