হেরে যেতে নেই ----
কোথাও হারিয়ে যায়
কোথাও মিলিয়ে যায়
কোথাও আওয়াজের ধ্বনি
কোথাও নীরবের বাণী।
তবুও অশান্ত মন
চারিদিকে উশৃঙ্খলার ছবি
জীবন থমকে গেছে সময়ে
যতেক অগোছালো সহচরী!
জীবন জীবনকে ভাবে ভাবনায়
মিথ্যের খোলস ছেড়ে
মৃত অভিধান শব্দ খোঁজে
জীবনের প্রকৃত মানে।
কোথাও খোদাই নেই
পঙ্ক্তিমালা জানে মানে
এভাবে ও বেঁচে থাকতে
যুদ্ধে হেরে যেতে নেই।
রি--------
২৩.০২.২০২৫.