হে মৃত্যুঞ্জয়ী বীর


হে মৃত্যুঞ্জয়ী বীর,
তুমি পৃথিবীকে করেছ মহান
যেথা কম্পিত ধ্বংসস্তূপে অসাড় পতিত
রোগশয্যায় পাঞ্জা লড়ে করে আত্ম বলিদান,
গ্রাস গ্রাস রবে ধ্বংসের লীলাযজ্ঞে
বুভুক্ষ যেথা অনাহারে নিঃশেষিত প্রাণ
সেথা তুমি বীর বেশি মহান।।
হে বীর,
যেথা দুর্গম, দুর্ভেদ্য
অক্লেশে লুঙ্ঘিতে মসৃণ সমান
বন্দিত শংকিত আশাহত প্রাণ
তুমি সেথা দানিয়েছ তৃষ্ণাতুর প্রাণ।।
ভয়ার্ত যেথা উচ্ছ্বসিত জোয়ারে
দুর্বল নিঃশেষিত অশ্রু সংবরণে
ওষ্ঠ কম্পিত শাসনের বেড়াজালে
ব্যথায় ক্রন্দন ফেনিল সমান
তুমি সেথা উপশমে মহাষৌধ করো দান;
হে মৃত্যুঞ্জয়ী বীর
লহ লহ মোর ভূলুণ্ঠিত প্রণাম।।