গৃহযুদ্ধ ----


দেখো কেমন রঙ্গ তামাশার হাট বসেছে
বেচছে আনা সিকি কিনতে বড় দাঁত চাপ টি
দেখো কেমন ফিঙি নাচ ধরেছে সুরে সুরে
পিপীলিকার পাখা কেমন উড়ে মরিবার তরে।

দেখো কেমন গৃহযুদ্ধ বেঁধে ছে---
বুঝতে তারা নারাজ দম্ভে বিবেকহীনে।
বলির পাঁঠা সাধারণ মানুষ আবেগে ভাসে
আত্মবিবেক শুন্য তাদের বিদেশ দস্তিতে।

শুন্য কলস বাজছে বেশি দূর কিনারে
মগজ তাদের ভ্রান্ত মতবাদে।
দেখো কেমন প্রাপ্তি ঘটেছে
কলির হাওয়া লেগেছে পালে।

রি--------
২৯.১১.২০২৪.