দেশটা গেছে রসাতলে
ধর্ম এবার কথা বলে,
শুনছে তারা মৃত্যুর গর্জন
তবু পতাকা শাসন তোলে!!
গণতন্ত্রের নামে মিথ্যাচারে
শাসক-শোষক ধরছে চেপে,
মুক্তমনা হলে তেড়ে
রক্তপাতে বন্যা নেমে!!
দূর ছাই বিদায় হও
নয়তো বিদ্রোহে শান্ত রও!
রক্তচোষা প্রাণী বেশে
অন্তরালে দংশনে হানে!!
আঘাত পাবে পদে পদে
বিড়ম্বনায় ধ্বংস ফেরে,
জীবন রাখা হবে দায়
ঘূর্ণন লম্ফে হবে পরাজয়।।
শেষটা কোথায় ?ঘাঘী কে?
গণতন্ত্রে চায় সুষ্ঠু স্বাধীনতা,
বাঁচুক দেশ ফিরুক প্রাণ
জটিল নয় চাই নবকেতন।।