ঘুম ~~
মুক্ত গদ‍্য কবিতা

আমি বিশ্রাম নিতে চেয়েছি ঘুমিয়ে কিন্তু পারিনি।কেননা ঘুম আমায় চিরদিনের মত ছুটি দিয়েছে।সাধারণত সবাই যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে আমি তখন দু'মুঠো অন্ন খুঁজি!স্বস্তি খুঁজি নগরে! অলিগলিতে রসদ খুঁজি!স্বপ্ন খুঁজি বাস্তবতায়!সংস্কৃতি খুঁজি কাদামাটিতে! বর্ণ খুঁজি 'হা ভাত দে' মা বেঁচে থাকাটা বড় দায়!ঝুলিতে মা গদ‍্য, পদ‍্য ভ্রাতারা আমি পৃথিবীতে ক্ষুধার্তময়!আমি ঘুমিয়ে ক্লান্তি হীন হতে চেয়েছি কিন্তু পারিনি।পৃথিবী বড় সুন্দর বৈচিত্র্য,ঘুম দুর্লভ চিন্তায় নিষ্ঠুর নিয়তিতে অনুকম্পায়।

®D
24.04.2023.