ঘর---
একটা বয়স পরে কত চেনামুখ অচেনা লাগে
একটা বয়স পরে কত কঠিন সত্যের মুখোমুখি হতে হয়
একটা বয়স পরে কত শান্তির ঘরটাই যাযাবরের ঘর মনে হয়
অথচ এ ঘরটাই ঘর থাকে!
ঘর আছে ঘর নেই ভাবিনি এ হবে
আমার আপনার ঘর যা বলি সকলি অস্হায়ী রবে।
দুনিয়ায় যা রঙিন সকল
তবুও মিছে অহংকারে
আমার আমার এ ঘরখানি
ভাবি ক্ষমতার অধিকারে।
ভুলে যাই মিছে মোহে
ভুলে যাই মাতৃ জঠরে
হামেশাই অবহেলিত সমাজে সে
লুকিয়ে ক্রন্দন মুছে।
রব ক'দিন জগতসংসারে
তবু ভুলি আপনার স্বরূপ
আমার আমার যা বলি মুখে
প্রশান্তি করে না তা চিরসুখে।
রি----
১০.০৪.২০২৪.