ফিকে জীবন----
খুঁজছি দ্যাখো নেশার মত এক চিলতে সুখ
মরি বাঁচি ছুটছি কেবল ঘুর পথে বিদঘুট!
নাইবা হলো পূরণ তবে দেখতে মন্দ কি?
বাঁচি সুখে আশায় বুকে দ্বন্দ্ব ছন্দে রাখি।
বাঁচি না হয় দুঃখের তাপে চাপে চরৈবতি
গ্লানি না হয় সয়ে রয়ে প্রাণ খুলে হাসি।
ছন্দ না হয় তাল কেটে যাক উড়ুক মন বাঁশি
আলাদীনের চেরাগ হয়ে ফিরে যাক জীবনের রাশি।
হন্যে না হয় কেটে যাক সময় মুখে স্মিতহাসি
ফিরতি না হয় ঘোরা পথে চলুক লঘু দন্ডে বাঁচি।
যাক না কেটে উত্থান-পতনে দুঃখ তাপ রাশি
ফিকে জীবনে অতীত অতিথির বেশে স্নেহ থাক মাখামাখি।
১৪.১১.২০২৪.