ফেসবুক (অনলাইন)---------
আমরা যত না মানুষ গড়েছি
হচ্ছি গাধা ততবার
আমরা সভ্য হচ্ছি বটে
জ্ঞান হারিয়ে করছি তবেদার।
আমরা শিখছি রোজ আধা সিকি
হারিয়ে ফেলছি ষোল ক্রোড়!
আমরা হচ্ছি গাধা দিনভর
হচ্ছি ফানুস জীবনভর।।
আমরা বড় হচ্ছি বটে
সংর্কীণ হচ্ছে মনে উদারতার
আমরা হচ্ছি মর্ডান মিডিয়ার
হারিয়ে ফেলছি কৈশোর।
আমরা হচ্ছি গাধা দিনভর
আমরা হচ্ছি গাধা দিনভর।
আমরা মানছি যত না
আঁকড়ে ধরছি ভুলপথ
হচ্ছি গাড়ল মস্ত গাধা
সময় বয়ে যায় দূরপথ।
গুনছি কমে হারিয়েছি যোগে
ক্ষান্ত হচ্ছি দিনশেষে
আমরা স্রোতে বেমালুম ভুলে
চিত হারিয়ে হচ্ছি গাধা দিনভর।
রি--------
১৮.১১.২০২৪.