দিনযাপনের কাব্য ---

আজ থাকুক মেঘলা আকাশ সারাটা দিন
দুঃখ না হয় ঢেকে থাকুক বর্ষারদিন
দু'জন না হয় পাশাপাশি থাকুক শুরু থেকে
না বলা কথায় কাটুক গল্প আসরে।

থাক না যত ব্যাথার ক্ষত উপশমে
নিরিবিলি না হয় একান্তে থাক যত কথা ।
কুভাবনা যাক না ঘুচে জীবন থেকে
যাপন হোক শুভ অতীত শিক্ষার থেকে

আজ থাকুক মুখর সন্ধ্যায় জমকালো
খুইয়ে যাওয়া শোক মুছে থাক বাকি জীবনে!
আজ থাকুক বোঝাপড়ার সারাটা দিন
আস্থায় বেঁচে কাটুক প্রতিটি ভোরে।

আজ না হয় দাগ ঘুচে যাক মলিনতায়
সেতু গড়ুক প্রাচীন থেকে
চুঁইয়ে পড়ুক এমন যা না থাকায় ভালো
অটুট থাকুক সৃষ্টি থেকে যা গড়ার।

রি--------
১০.০৪.২০২৫.