দিনযাপনের কাব্য-----
মানুষ আদতে সময়ের স্রোতে ভেসে চলে
নৌকার মতো তিরতিরিয়ে
বানভাসির মতো ধারণ করে ছদ্মবেশ
আফসোস হুঁশ ফেরে শেষযাত্রায়!
মানুষ আদতে আবেগে উন্মাদ হয়ে পড়ে
ভাবান্তরে সময় যে ফেরার।
মানুষ আদতে বেখেয়ালিতে মিশে
ভাবে না ছন্দ চিরস্থায়ী নয়।
মানুষ আদতে স্বপ্ন দেখতে ভালবাসে
ভাবে না গড়ার লক্ষ্যে যে স্থিরপ্রজ্ঞ হতে হয়।
মানুষ আদতে ঈর্ষা করতে ভালোবাসে
ভাবে না ক্ষমতা চিরস্থায়ী নয়।
মানুষ আদতে লৌকিকতায় ভেসে চলে
বুঝতে চেয়েও বরং স্ট্যাটাস বাঁচায়!
রি--------
14.01.2025.