ধূসর পাণ্ডুলিপি ~~
ইচ্ছে কেমন দমে গেছে
ধূসর পান্ডুলিপির কাছে!
চিন্তার ভাঁজ কাটে
অশনি সংকেতে!
মনখেলাপী দোসর খোঁজে
একাকিত্বের কাছে!
আবেগ প্রলাপ দস্যুরা ফেরে
ক্ষণিকের সাঁঝে।
রবির হাসি ধূসর মেখে
কেমন তরে ফিকে!
কল্প প্রেমে মগ্ন প্রেমিক
জল আল্পনা আঁকে।
কর্মমুখর ব্যস্ত জীবন ভীষণ
দামী আমি'র কাছে!
ধূসর স্মৃতি শান্ত কেমন
ঋণখেলাপির মাঝে।
☆☆®D
14.03.2023.