ধর্মের নামে~~
ধর্মের নামে দোহাই দিয়ে করি মোরা জাতপাত
ধর্মান্ধ ধর্মলিপ্সায় মানি না ধর্ম কি জাত!
বাগ্মী এক করি ভিন্ন লৌকিকতায় শুদ্ধি
প্রথা রীতি সাজাই সংস্কারে নিজের নিয়মে ফাকি!
কে বলে,কি বলে করি ব্যাঙ্গ সমালোচনা!
আত্মআলোচক হই ক'জন জিজ্ঞাসু নই জনা।
ধর্মের ধ্বজা তুলি পদক্ষেপে।ধর্মের ধরি ঢাল!
ধর্ম কি শেখায় ভেদ? শেখায় সংহিস্র হতে
ধর্মের নামে বাজাই ডঙ্কা পড়ি লেবাসমন্ত্র!!
ধর্মের অর্থ বিবেকহীন নয়। মনুষ্যত্বে গড়ে প্রীতিত
আঙ্গুল তুলি অন্যরে দিকে!আঘাত করি যত অপমান
শৃঙ্খল নয় গড়ি ঔদ্ধ্যতভাব!আস্ফালনে প্রমাদদান
☆☆®D
20.05.2023.