ধারাবাহিক ~~

শব্দ ভীষণ তাড়া করে মনে
লিখতে বসে ম্লান ফ‍্যাকাশে ফিরে!
গভীর জলে মগ্ন না হলে তারে
ধরতে ভীষণ মানা করে!

ধরি তারে অনুশীলনে নিয়মে
ডুব সাগরে ধ‍্যানের দর্শনে!
অথৈ জলে মিশে  বিশ্বরূপে
অনুরাগের পরশে পুনঃপ্রকাশে।
☆☆১৪.০২.২০২৩.