বিক্ষিপ্ত মনটি আমার হঠাৎ হলো শান্ত
বিক্ষিপ্ত মনটি আমার হঠাৎ হলো শান্ত
কি জানি অজানার দিকে।
দেখতে পেলাম সুন্দর ভুবন
সাজানো ভঙ্গিতে,
অপরূপ সৃষ্টি মাঝে নিহিত
কত রহস্য আছে লুকিয়ে।।
সকল কর্ম ভুলি তাই রইনু
লুপ্ত সৃষ্টির মাঝে,
অজানা রে আপন করে বন্ধুর
মনে বড় সাধ জাগে।।
বিক্ষিপ্ত মনটি আমার হঠাৎ হলো শান্ত
কি জানি অজানার দিকে।
শুনতে পেলাম তানপুরার সুর
সুরেলা বেজে,
নিখিল ভুবনে প্রকাশিয়া কেমন
তরঙ্গায়িত মাঝে।।
আনন্দ ধারায় মনটি আমার
শান্ত সকাল সাজে,
হেসেখেলে তাই রইনু পড়ি
নিখিল ভুবন মাঝে।।