বাতিল ---

বয়সের শেষ প্রান্তে এসে কবে যে বাতিলের খাতায় দস্তখত করেছি সেটা ভাবায় আমায় প্রতিরাতে
তন্দ্রায় কবে যে নতুন স্বপ্ন দেখেছি তা মনে নেই
মনে আছে কতেক ঘৃণা,অস্নেহরাশী, তির্যক তিরস্কার!
কে যেন কানে বিষবাস্পে গোটা পৃথিবীটাকে বিষাক্ত করে তুলেছে !
দূর থেকে বলে উঠেছে এ বাতিলের খাতায় নাম উঠেছে,
এ পরিত্যক্ত হয়ে গেছে পুষে পোকামাকড়ের উপদ্রব বাড়বে বৈ -----সাফ করে উদ্ধার করো
ব্যবহারের অনুপযুক্ত হলে মিছে জায়গা বাড়িয়ে লাভ কি!
দূর করে দাও! হতচ্ছাড়ার আবদার মিটিয়ে লাভ কি
আপদ দূর হলেই মঙ্গল।
এ বয়সে সাধের বলিহারি--- বলি বাপু কোন জমিদারের ঘরের ছিলে বাবা বুঝি রাজ দরবার রেখে গিয়েছে!
কি করেছো ভবিষ্যতের জন্য!
এতো সাধ আসে কোথা থেকে? কিচ্ছু তো করোনি নিজের থেকে ----বড় আশার কমতি নেই ---
খানিক স্তম্ভিত হয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে সেদিন বুঝতে পেরেছিলাম আমার অনুভূতি, আমার ইচ্ছে, আমার অপ্রত্যাশিত যা ছিল সব বাতিলের খাতায় দস্তখত করেছে আমার বাস্তবতায়।।

রি--------
১৩.০৬.২০২৪.