বেকার ---
সকাল থেকে সন্ধ্যা শুরুর আগে
আধার ঘনিয়ে রাত্রি নামে যখন
ক্লান্ত হয় রোজের কথাগুলো।
বেকার থাকাও এক অভিশাপ
ইচ্ছে যখন মৃত হয় শহরে
নিরুপায়ে বদ্ধ ঘরে কাঁদে।
স্বপ্ন যখন আকাশ চুম্বী দ্যাখে
কল্পনাতে জল আল্পনা আঁকে
ইচ্ছেডানায় অপেক্ষারা দিন গুনে।
রি--------
১২.১২.২০২৪.