আয়ুস্কাল~~
গদ‍্যকবিতা

আমার জীবনের গড় আয়ুস্কালের আর একটি বছর পেরিয়ে
প্রত‍্যেক বছর আমায় স্মরণ করে দেয়"জীবনের" অর্থ কী?
সফলতা ও বিফলতার সমীকরণ খোঁজে!
লক্ষ্য গন্ডীভেদ করে বিক্ষিপ্তভাবে নাড়া দেয়;
আলোড়ন সৃষ্টির জন্য মরিয়া হয়ে  ওঠে
সিঁড়ি ভেঙ্গে  ওপরে ওঠে নতুন সৃষ্টির জন্য
মেরুদণ্ড সোজা করে পার্থিব সুখ ভোগের আপ্রাণ চেষ্টা করে
স্বপ্ন প্রতিপালনের অদম‍্য উৎসাহে জীবনের নতুন মোড় নেয়।।
নতুনভাবে বাঁচতে শেখায়
বলতে শেখায় বয়স একটা সংখ‍্যা মাত্র!
নতুন করে এর সাথে সখ্যতা গড়ে ওঠে
প্রেম ভালোবাসায় লালন করে
দিনলিপিতে স্মরণীয় রাখে;
মাঝেমধ্যে ঝরা পাতার মত জীবনের ক্ষতগুলো মুছে ফেলতে জীবনযুদ্ধ চলে!
অর্বাচীন ভাবনার মধ্যে সুখ প্রাপ্তি খোঁজে
কিন্তু কোথাও অপ্রাপ্তি ঘটে
তবুও জীবন থেমে নেই
মাহেন্দ্রক্ষণ তো আসবেই!!
তবে হ‍্যাঁ;
এ ক্ষুদ্র জীবন অপূর্ণ থাক
না হয় বিয়োগের অঙ্ক কষে
অর্বাচীন কিছু ভাবী।
স্রষ্টার নিকট প্রার্থনা করি গড় আয়ু বেশি না হয়ে
যতটুকু থাকি এ বসুন্ধরায়;;
হে প্রভু শক্তি দিও সুকর্মে যেন  নিয়োজিত থাকি
ভ্রষ্টমতি দিও না ছলে
দিও ওগো প্রাণনাথ শক্তিটুকু।।🙏
☆☆রিনা দাস
17.06.2022.