অভিসম্পাত------
বলতে চেয়েও বলতে পারিনি
বারণ ছিল তাতে
ধোঁয়াশা ছিল অনুমানে বরং
তুমি ছিলে না সাথে।
কাগজে ছিল চিরকুটে লিখন
অস্ত্র ছিল হাতে
তলোয়ার ছিল শাণিত বাঁধনে
জখমি অভিসম্পাতে!
ক্ষতের চেয়ে লাভ ছিল বেশি
অনাহুত যত কথা
বেদনার ছলে আশার বাণীতে
শিখিয়েছি বরং বাস্তবতা।
এগিয়েছি সাথে দু'হাতে ধাপে
ভেবেছি যত সোপর্দে
প্রসারিত করেছি অনুভবে সামিলে
চেয়ে বরং সমঝোতা নি!
ক্ষান্ত হয়নি তালে তাল কাটেনি
বয়স নয় কি নব্বইয়ে ছুঁয়ে
মুখরা যত বিচক্ষণতায় সে অপরকে
অপদস্থত -ই চেয়ে বরং শুনে-নি!!
রি--------
০৯.০৬.২০২৪.