এভাবেই ~`~
আমাদের গল্প লেখা এভাবেই থেকে যাক
আমাদের পথ চলা এভাবেই  আগামীতে ---
কত আষাঢ় -শ্রাবণ অক্ষত থাক জীবনের বাকি পথে
কত ফাগ রয়ে যাক সোনালী ভবিষ্যতে

আমাদের এভাবেই দিন কেটে যাক আগামীতে
আমাদের শুরু অমলিন থাক শেষ থেকে
আমাদের হাতে হাত অঙ্গীকারে দুঃখে -সুখে
আমাদের রাগ অভিমানে বর্ষা ঝরুক আগামীতে

27.04.2023.
27.04.2018.