আত্মহত্যা -----
উঠোনে পড়ে আছে মৃতপ্রায় চিৎকার
পাড়াময় হয়েছে স্বর
কে যেন ফিসফিসিয়ে বলল ছেঃছে একি কাণ্ডকারখানা
জাত গেল জাত গেল !
ছুঁতে নেই
এ যে নরকে হবে ঠাঁই!
বলি বাপু আর কোন ছেলে ছিল না ঘরে
প্রেমের গলনে দেহকে করলি অসাড়
অন্ধ ঘরে জানালায় কেন দিলি খিল?
জীবন্ত প্রতিমার কেন করলি বিসর্জন
ভালোবাসা ভালোবাসির করলি বর্জন
কানাঘুষোর কেন দিলি মান
রয়ে সয়ে থাকলে আসতো তো সুদিন
কালিমালিপ্ত কিসের এতো ভয়?
বড় তাড়া ছিল তর
বড় অভিমানী মন
মৃত চিৎকার আজো পাড়াময়
অদূরে আজ সভা বসেছে ভালোবাসার
শহর মহল্লা হয়েছে সাফ
কুৎসা গেছে খুইয়ে
বাধ যা ছিল জাতে
সে কবেই গেছে ধুয়ে
আত্মত্যাগের গল্প আজ যা
ইতিহাসের পাতায় খচিত স্বর্ণাক্ষরে।
রি--------
২০.১০.২০২৪.